মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কবিরহাটের আবুল হায়াত রনি নামের এক যুবক অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। অবশেষে নোয়াখালী ডিবির হাতে ধরা খেয়ে, বর্তমানে এই যুবক রয়েছেন জেল হাজতে। নোয়াখালীর গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম বলেন, গত ১৬ সেপ্টেম্বর ডিবি পুলিশের নিকট আবুল হায়াৎ ওরফে রনি তথ্য নিয়ে আসে। তথ্যদাতা জানায়, কবিরহাট থানা এলাকায় মাদলা গ্রামে আব্দুল রহিমের বসতঘরে অস্ত্র গুলি রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআই মো: সাঈদ মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম অভিযানে নামে। ঘটনাস্থলে গিয়ে ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণকালে তথ্যদাতার তথ্যের উপর সন্দেহ জন্মায়। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন অভিযান পরিচালনাকারী টিমের অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় তথ্যদাতা আবুল হায়াত রনিকে হেফাজতে নিয়ে অভিযান শুরু করে এবং তথ্যদাতার দেখানো মোতাবেক ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে তথ্যদাতা আবুল হায়াৎ ওরফে রনি(২৩) জানায়,তার পিতার নাম মৃত আবুল খায়ের, গ্রাম মাদলা (আবুল খায়ের পিয়নের বাড়ী), থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী। রহিমের সাথে দীর্ঘদিন যাবৎ তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা চলমান। পূর্ববিরোধের কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে গতকাল উক্ত রহিমকে ফাসানোর উদ্দেশ্যে, অস্ত্র রেখে ডিবি পুলিশকে খবর দেয়।নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বলেন,গ্রেফতারকৃত আবুল হায়াত রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.