২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ের সাহসী নেত্রী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ের সাহসী নেত্রী

Sharing is caring!

প্রধান প্রতিবেদক ঢাকা :

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুঃসময়ের সাহসী নেত্রী

কাণ্ডারি,বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার পরম বিশ্বস্ত, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বেগম সাজেদা চৌধুরী ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্ব পালন করেন।

পচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যখন চরম নেতৃত্বের সংকটে নিপতিত হয় সেই কঠিন দুঃসময়ে ১৯৭৬ সালে বেগম সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের হাল ধরেন। । ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৯২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন ও জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকা পরিবারের পক্ষ থেকে আমি তাঁর বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।