ষ্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবিন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম এর সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৮ শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ২৭শে সেপ্টেম্বর আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন আহম্মেদ এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ঘোড়াশাল ফেরিঘাট শহীদ ময়েজউদ্দিন ঈদগাহ মাঠে সফল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, সদস্য ও জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী মো. দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, সহ সভাপতি মোশারফ হোসেন শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. আমির খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক নন্দ নাগ, প্রচার সম্পাদক সামসুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা আনোয়ার সহ কালীগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.