Sharing is caring!
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে চোরের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ৩০শে আগস্ট রাতে ৫ নং ওয়ার্ডের চান হাজির বাড়ির রেনু আক্তারের ঘরে চুরি চেষ্টা চালায় চোর। বিল্ডিং এর জানালা ভাঙার চেষ্টা করে বিভিন্নভাবে। সিসি ক্যামেরার ফুটেজে এসব দৃশ্যের প্রমাণ পাওয়া যায়। ঘটনার বিবরনে জানা যায়,সিসি ক্যামেরায় ধারণকৃত চোরের ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে,এ নিয়ে এলাকায় চ্যাঞ্চল্য সৃষ্টি করে। ঘাটলাবাগ চান হাজী বাড়ির আবুল হোসেনের স্ত্রী রেনু আক্তার বাদী হয়ে, এ ব্যাপারে চাটখিল থানায় একটি অভিযোগ দ্বায়ের করে। তিনি তার অভিযোগে কারো নাম উল্লেখ না করলেও সিসি ক্যামেরা ধারণকৃত ভিডিও ফুটেজ থানা পুলিশের কাছে জমা দিয়েছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে ভিডিও ফুটেজে যার ছবি দেখা যাচ্ছে সে এলাকার একজন চিহ্নিত চোর।অনুসন্ধানে জানা যায়, গত কয়েক মাসে এলাকায় ধারাবাহিক ভাবে হোন্ডা চুরি, সিঁদেল চুরি, বেড়া কেটে চুরি, ঘরের তালা ভেঙে চুরি, খাদ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ঘরের সর্বস্ব লুটসহ বহু ঘটনা ঘটেছে। অবশ্য থানা পুলিশের তাৎপরতায় চুরির ঘটনা অনেকাংশে হৃাস পেয়েছে। তার সাথে অন্য অন্য গ্রামের চোরদের সাথে জড়িত আছে বলে ধারণা করা হয়েছে। এতদিন থানা পুলিশ চোর শনাক্ত করতে না পারার কারণে মামলা হলেও তদন্তে কোন কুল কিনারা করতে পারেনি। তদন্তের দুর্বলতার সুযোগ নিয়ে চোর সিন্ডিকেট তাদের কার্যক্রম চালিয়ে যায়। সিসি ক্যামেরা ধারনকৃত ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রশাসন, এটাই এলাকাবাসীর প্রত্যাশা। এ ব্যাপারে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, আমি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে চোরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে আমরা সক্ষম হব।