Sharing is caring!
বিশেষ প্রতিনিধিঃ গত ২৭-০৫-২০২২ তারিখ রোজ শুক্রবার কাকলি বনানীর সৈনিক ক্লাব থেকে আনুমানিক রাত ১০:৪৫ মিনিটে শেখ মাহমুদুল হাসান পারভেজ (৩২) নামে এক ব্যক্তির ব্যাগ ছিনতাই হয়, ব্যাগে নগদ এক লক্ষ আশি হাজার টাকা, ন্যাশনাল আইডি কার্ড- ৬৪৫ ২৩৯ ৩৪৯৬, ওয়ালটন মোবাইল নং- ০১৬১১-৩৫৮৫৭৩, এবং অফিসের জরুরী কাগজপত্র ছিল, গত ২৯-০৫-২০২২ তারিখে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়, জিডি নং-১৫৯৪, এক পর্যায়ে দেখা যায় পুলিশ এটার বিরুদ্ধে কোন আইনগত কোন ব্যবস্থা না নেয়ায়, শেখ মাহমুদুল হাসান পারভেজ নিজেই নেমে পড়েন এর সন্ধানে, বন্ধুদের এবং সাংবাদিক ভাইদের সহযোগিতায় এক পর্যায়ে দেখা যায় তার মোবাইলটি গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েত বাজারের সিএনজি চালক মোঃ আফসার (৩৭) পিতাঃ অজ্ঞাত, সন্ধান পাওয়া যায়, সিএনজি চালক আফসারের সাথে যোগাযোগ করতে চাইলে সে অনেক হুমকি ধামকি দিয়ে এক পর্যায়ে মোবাইল ফোনটি বন্ধ করে দেয়, ধারণা করা যাচ্ছে মোঃ আফসার ছিনতাইকারীর মেইন হোতা, শেখ মাহমুদুল হাসান পারভেজ পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আফসার এবং তার সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছেন।