ঢাকা-সিলেট রোডের সকল মালিক শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আজিজুর রহমান হেলাল।
প্রতি বছর ঈদ সকলেে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ভালোবাসা ও কল্যাণের বার্তা নিয়ে আসে৷ ঈদ সকল হিংসা বিদ্বেষ আর কলুষতাকে ধুয়ে মুছে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। পবিত্র ঈদুল আজহা ২০১৯ উপলক্ষে ঢাকা-সিলেট রোডের সকল মালিক শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষাণবীশ আইনজীবি পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক, ঢাকা- সিলেট আন্ত:জেলা মালিক সমিতির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক,পূর্বাঞ্চল মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজিজুর রহমান হেলাল ।
শুভেচ্ছা বার্তায় আজিজুর রহমান হেলাল বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ।
তিনি বলেন, ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিন গুলোতেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।
ঈদুল আজহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।