Sharing is caring!
নোয়াখালী প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ থানার পুলিশ চরএলাহী ইউনিয়ন পরিষদ হতে ১৮ রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে। ২৭ শে আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার ৮ নং চরএলাহী ইউনিয়নের, বেরি বাঁধের মাথায় আলমগীরের দোকানের আশেপাশে সন্দেহজনক ভাবে এসব রোহিঙ্গারা ঘুরাফেরা করে। সন্দেহ হলে স্থানীয় জনগন তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে কোম্পানীগঞ্জ থানাকে খবর দিলে থানার পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। শনিবার দিবাগত রাত ১২ টা ৫৩ মিনিটে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন। স্থানীয় জনগণ আটককৃত এবং পুলিশ হেফাজত গ্রহণ করা রোহিঙ্গা হল, মোঃ তৈয়ব (৩৮), পিতা-আবু সামাদ, সামসিদা বেগম (৩২), স্বামী-মোঃ তৈয়ব,মোঃ রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২),ইয়াসমনি আরা(১০),মোঃ আনাস (৮),জেসমিন আরা (৬),মোঃ ইয়াছের (৪), মোঃ কাওছার (২), সর্ব পিতা-মোঃ তৈয়ব, সর্ব সাং-ক্লাস্টার-৮৫,শাহারা বেগম (২৭), স্বামী-ছানি মোঃ হাসান, সুফিয়া (১২), সুমাইয়া (১০),শাবনুর (৬) ইয়াসমিন (৫), সর্ব পিতা-মোঃ হাসান, সর্ব সাং ক্লাস্টার-৮৬। আজিজা (১৮), স্বামী-জাকির হোসেন,আজিজ খান (১), পিতা-জাকির হোসেন, উভয় সাং-ক্লাস্টার-৮৬,জাহিদ হোসেন (২২), পিতা-দ্বীন মোহাম্মদ, সাং-ক্লাস্টার-৫৬, এবাদুল্লাহ (৩০), পিতা-বারু মিয়া, সাং-ক্লাস্টার-৭১, সর্ব থানা-ভাসানচর, জেলা- নোয়াখালী।