Sharing is caring!
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোপালগঞ্জ জেলা সমিতি কতৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক খান এমপি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,
অধ্যাপক ড. মো শারফুদ্দিন আহমেদ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
স্বাগত বক্তব্য প্রধান করেন প্রধান সমন্বয়কারী
মোল্লা মো আবু কাওছার।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান
এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার, সহ সভাপতি আবুল কালাম আজাদ, মো সাইফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান দিপু, এ্যাড এখলাছুর রহমান,
সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুল হক, আব্দুল হাই মোল্লা, গাজী দেলোয়ার হোসেন,
কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার সাংস্কৃতিক সম্পাদক কাজী খালেদ বিন মুনসির, মহিলা সম্পাদক রাজিয়া কাজল সাবেক এম পি,এছাড়া মেজর মাসুদ মো আইয়ুব আলী এম.এ খায়ের মোল্লা বাচ্চু অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মানুষের অধিকারের জন্য কাজ করে গেছেন। সকল কিছু সহ্য করে গেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নতুন করেন নি।
বিশেষ অতিথি বক্তব্যে ফারুক খান বলেন বঙ্গবন্ধু কে যারা ষড়যন্ত্র করে হত্যা করে ছিল আজ তারা ব্যর্থহীন।
বিশেষ অতিথি এস এম কামাল বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এর কথা বলেন। অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদ চিকিৎসা খাতে বঙ্গবন্ধু অবদানের কথা উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে শেখ কবির হোসেন বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার এর দাবি যানিয়েছেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।