নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল থানার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের একটি বিয়ে বাড়িতে গত ১৮ ই আগস্ট ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ওই ডাকাতির ঘটনার সাথে জড়িত ৪ ডাকাতকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নেতৃত্ব পরিচালিত এক অভিযানের গ্রেফতার করা হয়েছে।২৬ শে আগস্ট বুধবার দিবাগত রাতে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে চাটখিল থানার পুলিশ। গ্রেফতারের সময় আসামিদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশী অস্ত্র এবং ডাকাতির সময় লুন্ঠিত দুটি মোবাইল, নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), পিতা- মৃত নুর মিয়া পাটোয়ারী সাং পশ্চিম পরকোট, ফজল করিম মোল্লা বাড়ী, থানা চাটখিল, মোঃ মহসিন (৪৯), পিতা-মৃত জালাল উদ্দিন,ডুমরিয়া পালের বাড়ী,থানা-রামগঞ্জ,মোঃ কামাল হোসেন (৩২), পিতা-আবু তাহের, আইয়ে নগর হাজী বাড়ী থানা-রামগঞ্জ,জাহাঙ্গীর আলম (২৪), পিতা-নুর আলম, উত্তর মজিবুর (গনি মেস্ত্রী বাড়ী),১নং পৌর ওয়ার্ড, থানা- লক্ষ্মীপুর সদর। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস এক কনফারেন্স সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.