নোয়াখালী প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে চাটখিলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাছিনার ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের চাটখিল পৌরসভার ভীমপুরের ব্যক্তিগত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল পৌর সভার সাবেক মেয়র মোহাম্মদ উল্ল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমীর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল দেওয়ান, সাজ্জাদ হোসেন মিল্টন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, ছাত্রলীগ নেতা সাইফুল গাজী প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিয়াজ খান।
সভায় বক্তারা গ্রেনেড হামলায় আওয়ামীলীগের ২৪জন নেতাকর্মী নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড তারেক জিয়া সহ জড়িত সকল ষড়যন্ত্রকারীকে বিচারের আওতায় আনার দাবি করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.