৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৬ হিজরি

আজ ১৫ই আগষ্ট। জাতীয় শোক দিবস।

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২
আজ ১৫ই আগষ্ট। জাতীয় শোক দিবস।

Sharing is caring!

মোঃমুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে।

সকাল হতেই কালীগন্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আস সাদিকুর জামান এর সভাপতিত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান,মোঃমোয়াজেম হোসেন পলাশ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন, মুক্তিযোদ্ধা, ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রী বৃন্দ শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
অপরদিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এর উদ্যোগ এক আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন এ-র সভাপতিত্বে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়, প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, তিনি জননেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাওয়ার কারনে আসতে পারেনি,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পলাশ,কালীগঞ্জ পৌরসভার মেয়ের এস এম রবিন হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সহ সভাপতি শ্রী পরিমল চন্দ্র ঘোষ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খান কনক,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সিজু,শ্রমিক লীগের সভাপতি ইউসুফ দেওয়ান, মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, তাতীলীগের আহ্বায়ক আবদুল মজিদ মুকুল, মাজেদুল ইসলাম সেলিম, শরিফ খান ববি
,আল আমিন,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক সোহাগ খন্দকার,দপ্তর সম্পাদক আমীর খন্দকার,সামসুল, সদস্য সজীব,কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি এস,এম,আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন উর রশিদ টিপু,কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ এর সভাপতি মোঃ বাদল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, সহ সভাপতি মোঃ লোকমান হোসেন পনির, সদস্য আজাদ ফয়সাল আহমদ সাজ্জাদ সহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অংঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ,।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ,ইমাম ও খতিব, বালীগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ (বড় বাড়ি জামে মসজিদ)
দোয়ায় ১৯৫২ থেকে ১৯৭১ সাল১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাত্রিতে নিহত সকলের রুহে মাকফেরাত কামনা করে,শহিদ ময়েজউদ্দিন আহমদ সহ সকল কবর বাসীতের জন্য মাকফেরাত কামনা করেন,শেখ হাসিনার ও মেহের আফরোজ চুমকি এমপির সুস্বাস্থ্য কামনা করে, দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে পারেন এই কামনা করে দোয়া শেষ করেন।