ক্রাইম রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে ওষুধ ভেবে কীটনাশক পানে সানচু টিকা (৫০) বছর বয়সী একজন আদিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত কমরইল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত মান্না টিকার ছেলে।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়,সানচু টিকা শরীরে বিভিন্ন রোগে বেশ কয়েকমাস থেকে আক্রান্ত ছিলেন। এমন সময়ে ঘটনার দিন রাতে পরিবারের সহিত রাতের খারাব খেয়ে নিজ ঘরে ঘুমালে মাঝ রাতে গ্যাসের ওষুধ ভেবে সে টেবিলে রাখা কীটনাশক পান করেন। পরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। পরদিন সকালে মৃত অবস্থায় তার লাশ স্বজনেরা দেখতে পেরে থানা পুলিশে অবগত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.