Sharing is caring!
” মুজিব মানে “
লেখক:- শেখ তিতুমীর আকাশ।
তারিখ: ১০/০৮/২২০২২ইং।
মুজিব মানে বাঙ্গালীর জাতির পিতা
বাসতো সবাই ভালো—
একাত্তরে বাংলায় ছড়িয়ে দিয়েছিলেন,
শান্তি সুখের স্বাধীনতার আলো।।
মুজিব মানেই বিশ্ব সেরা,
বলেন বিশ্ব জ্ঞানীগুণী—
সেই রেসর্কোস সয়দানে সুভাস ছড়ানো,
কণ্ঠ তাহার আজো শুনি।।
মুজিব তোমার নেই তুলনা,
যত দিনই বাংলা টিকে থাক—
দোয়া করি বীর বঙ্গজাতির পিতা ,
বাংলার ঘড়ে ঘড়ে প্রাণে বেঁচে থাক।।