২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কীটের ব্যবস্থা করলেন সাংসদ টিটু

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কীটের ব্যবস্থা করলেন সাংসদ টিটু

Sharing is caring!

 

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কীটের ব্যবস্থা করলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।

সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু রোগের প্রকোপ বাড়লেও এর চিকিৎসা ব্যবস্থা ছিল না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

কিট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর সনাক্তকরণ সম্ভব হচ্ছিল না।

এরই পরিপ্রেক্ষিতে সাংসদ টিটু উপজেলার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে ডেঙ্গু শনাক্তকারী কিটের ব্যবস্থা করেন।

এখন থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেকোন রোগী ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা পরীক্ষা করাতে পারবেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন,মাননীয় এম. পি আহসানুল ইসলাম টিটু বিশেষ উদ্যোগ নেওয়ার কারণে খুব দ্রুতই আমরা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট পেয়েছি। ফলে রোগীদের এখন থেকে কষ্ট করে দূরে যেতে হবে না।