২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‌ন‌ওগাঁ ধামইরহাটে থানা পুলিশের অভিযানে মাদক সহ আটক-৪

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০২২
‌ন‌ওগাঁ ধামইরহাটে থানা পুলিশের অভিযানে মাদক সহ আটক-৪

Sharing is caring!

ক্রাইম রিপোর্টার:

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিল সহকরে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ৯ আগস্ট আনুমানিক রাত আটটার দিকে
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে
এসআই নুরুল ইসলাম এবং থানার বিশেষ আভিযানিক দল ধামইরহাট উপজেলার সিঙ্গারুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সন্দেহজনক অবস্থায় ২টি মোটরসাইকেল তল্লাসি করেন পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ লক্ষনপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. প্লাবন (২২), নওগাঁ সদরের চকমুক্তার (সরদারপাড়া) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিগ্যান হোসেন (৩০), চকমুক্তার বকুলতলী মোড়ের দেওয়ান বাবুর ছেলে মো. রয়েল (৩২) ও মহাদেবপুর থানার রাইগা গ্রামের ফজলে এলাহীর ছেলে ছাব্বির হোসেন (৩০) কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারীর সাথে সম্পৃক্ত বলে থানা পুলিশ জানায়। আটককৃতদের বিরুদ্ধে আইন আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৮, তারিখ-৯ আগস্ট ২০২২।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী জানান, ‘আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অত্যন্ত সু-কৌশলে মাদক কারবারী করে আসছিল, তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় ১০ আগস্ট বারোটার সময় নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।