নাগরপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন বনগ্রাম এলাকায় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: ইলিয়াস মিয়ার উপর সন্তাসী হামলা প্রতিবাদে মানববন্ধন করছে ওয়ার্ড আওয়ামীলীগ ও এলাকা বাসী মোঃ ইলিয়াস মিয়া (৪৩) কে কুপিয়ে যখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। (৪ আগস্ট) দুপুরে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্রীক আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র (দা,শাবল) নিয়ে ইলিয়াস মিয়াকে কুপিয়ে যখম ও ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত ইলিয়াসকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে প্রেরণ করলে সেখান থেকে টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিনি।
এ ঘটনায় আহতের ভাই কনক নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগ সূত্রমতে, আসামী গণ হচ্ছে - নুরুজ্জামান নয়ন (৪৫), মো: শরিফ ফকির (৩৯), মো: বেল্লাল ফকির (৪২), মো: বাশার শিকদার (৪২), ইব্রাহিম শিকদার (৫২)।
এ বিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.