২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাংগাইলে শিশু ধষন মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২২
টাংগাইলে শিশু ধষন মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ

টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধি।

টাংগাইলের নাগরপুরের ৪ র্থ শ্রেণির ছাত্রীকে ধষণ মামলার লিয়াকত আলী (৫৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রাম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে টাংগাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। সেই সাথে একলক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আর ও এক বছরের কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত লিয়াকত আলী নাগরপুর উপজেলার চেচুয়াজানীর গ্রামের মৃত্যু নয়ান আলীর ছেলে। টাংগাইলের নারীওশিশু দমন ট্রাইব্যুনালের এ পিপি মোহাম্মদ আব্দুস কুদ্দুস জানান ২০১৫ সালের ২১ শে মার্চ বিকালে ১০ বছরের ওই শিশু বাড়ির পাশে খেলা করছিলো। পরে একই গ্রামের দন্ডিত আসামী লিয়াকত আলী বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নেয় ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপুবক ধষণ করে। পরদিন ভিটটিম বাড়ীর লোকজন কে ঘটনাটির বিষয় জানায়। এ ঘটনায় শিশুর দাদা বাদী হয়ে ওই বছরের ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এস আই আব্দল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামী লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে, অভিযোগ পত্র দাখিল করেন। চিকিৎসকসহ ৮ জন আদালতে সাক্ষ্যপ্রদান শেষে দন্ডিত আসামী লিয়াকত আলীর উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন।