Sharing is caring!
রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ মঙ্গলবার (৬ অগাষ্ট) সকাল ৯ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার সার্কিট হাউস থেকে ডিসি স্কয়ার পর্যন্ত “পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার” এই স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান র্যালি শুরু হয়। জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের অংশগ্রহণে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান “ক্রাশ প্রোগ্রাম” শুরু হয়। এই ক্রাশ প্রোগ্রামের আওতায় জেলার সকল উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদেও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর আয়োজন করা হয়েছে।
র্যালি শেষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন।
এই কর্মসূচির মাধ্যমে জেলা, উপজেলা পর্যায়ের সকল দপ্তরসহ পৌরসভা, ইউনিয়ন পরিষদ সমুহ তাদের স্ব স্ব দপ্তর পরিস্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গুমুক্ত ও ক্লিন পটুয়াখালী গড়তে ভুমিকা রাখবেন।
উল্লেখ্য যে, গত ০১/০৮/২০১৯ ইং তারিখ মন্ত্রী পরিষদ বিভাগের সাথে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলায় বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান “ক্রাশ প্রোগ্রাম” এর উদ্যোগ নেওয়া হয়েছে।