Sharing is caring!
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) মাধ্যমে আজকাল সাধারন মানুষদের হয়রানি করা হচ্ছে।যে বা যারা এইসব কাজের সাথে যুক্ত। তারা মানুষকে বিভিন্ন পেজে এড প্রমোট করে বোকা বানিয়ে অনেক অনেক টাকা লুটে নিচ্ছে। যেমনঃ ফেসবুক প্রফাইলে ফলোয়ার বাড়ানো, ফেসবুক পেজে লাইক/ফলোয়ার বাড়ানো, ফেসবুক গ্রুপ মেম্বার বাড়ানো, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো, টিকটকে ফলোয়ার বাড়ানো,ইউটিউবে সাবস্ক্রাইব/ভিডিওতে ভিউ বাড়ানো ইত্যাদির লোভ দেখিয়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে অনেক অনেক টাকা।
এছাড়াও ফ্রিল্যান্সিং বা ঘরে বসে আয় করতে পারবে এমন কাজের লোভ দেখিয়েও টাকা হাতাচ্ছে।
প্রথমে তারা সাধারণ মানুষের মেসেঞ্জারে নক দিয়ে অল্প টাকায় উপরোক্ত কাজ করতে পারবে বলে লোভ দেখায় এবং একটি বিকাশ/নগদ নাম্বারে টাকা পাঠাতে বলে। টাকা দেওয়া হয়ে গেলে তারা ব্লোক দিয়ে দেয়। এমনকি বিকাশ করা সিমটিকেও Disable করে দেয়।
অনেকে ৫ থেকে ১০ হাযার টাকা দিয়ে তার ফেসবুক,ইনস্টাগ্রাম,ইউটিউব,টিকটক ইত্যাদি প্রমোশন করাতে চায়। অতঃপর ভিক্টিম তাদের টাকা মেরে দিয়ে তাদের পেজ/আইডি Disable করে দেয়। এতে তার এমন ফাদে পরে যে, তারা অনেক বিপদের মুখে পরে যায়।