২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ডেঙ্গু এখন ব্রাহ্মণবাড়িয়ায় মহামরি আকার ধারণ করেছে। অধিকাংশ রোগী ঢাকা থেকে আসা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ আগষ্ট সকাল আটটা থেকে ৬ আগষ্ট সকাল আটটা পর্যন্ত ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতে ভর্তি হয়েছে। এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩ জনে এসে দাড়িয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী জাহিদ হাসান বলেন, তিনি ঢাকা নটরডেম এর ছাত্র। তিনি এই ঈদে ছুটিতে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পরই তার ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আজ থেকে ৭ দিন ব্যাপী স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছে, তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,হাসপাতাল পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন উপ যুব প্রধান-১ সহিদুল ইসলাম অপু,জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, জোবায়ের আহমেদ,শোয়েব আহমেদ শিশির,রুবি আক্তার,মো: তাহিম হোসেন, মনির হোসন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।