Sharing is caring!
** আবার এলো ফাগুন **
মহুয়া চক্রবর্তী
আজ বসন্ত এসেছে দ্বারে
তোমার নাম করে শুভেচ্ছা জানায় মোরে।
আবিরের ডালি নিয়ে নানা রঙের সম্ভারে।
আজ বকুল পেয়েছে ছাড়া,
জানো করবিও তাই দিচ্ছে সারা
কৃষ্ণচূড়ার রঙে আজ
সবার মন হয়েছে আত্মহারা।
মধুর সুরে সে ডাকে আমায় কাছে এসে
বারে বারে ফাঁকি দিয়ে চলে যায় ছলনার শেষে
রাখিতে চাই, বাধিতে চাই যারে
আঁধারে তাহা মিলায় ,সে যে মিলায় চারিধারে
তারে আমি খুঁজে ছিনু
ঘরের লোকের অন্বেষণে
সে যে আমায় মিছেই কাদায় ক্ষনে ক্ষণে।
প্রতিবছর ফাগুন আসে সেই ফিরে
কিন্তু এ মনে কখনো কোনখানে
রং লাগে না কোন কোণে।
এখন যে পাতা ঝরার দিন
আধো আবছায়া পুরনো স্মৃতিগুলো
আজ হচ্ছে মলিন।
আজও আমি ছুটে যাই কৃষ্ণচূড়ার কাছে
তোমাকে ছুঁতে পাব বলে,
দিনের শেষে শূন্য হাতে
সে দেখা দেয় নিশীথরাতের স্বপ্নবেশে।
যাবার পথে আকাশ তলে
যখন রাঙা হবে চোখের জলে
ঝরা পাতা পড়বে সেদিন ঝরোঝরো
আমার শেষ ফুলে সেদিন তোমার সাঝিঁ ভরো।