১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

৮৭বছর বয়সে ভাতা পান না ! অভয়নগ‌রের বৃদ্ধা নূরজাহান বি‌বি

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯
৮৭বছর বয়সে ভাতা পান না ! অভয়নগ‌রের বৃদ্ধা নূরজাহান বি‌বি

Sharing is caring!

 

এস,এম আহাদ অভয়নগর থানা প্রতিনিধিঃ
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামের বাসিন্দা এই নূরজাহান বিবি।
৮৭ বছ‌র বয়‌সে ও ভাতা পাই নি, আর ক‌তো হ‌লে বয়স্ক ভাতা পাওয়া যা‌বে ? এমন অ‌নেকেই র‌য়ে‌ছে আমা‌দের সমা‌জে যারা অসহায়ত্বের জালে বন্দি। তেম‌নি এক অসহায় বৃদ্ধা এই নূরজাহান বি‌বি। সে তার মেয়ের প‌রিবা‌রে থা‌কেন। তার মে‌য়ে ব‌লেন আ‌মি পা‌শের একটা মি‌লে কাজ ক‌রি সপ্তা‌হে যা বেতন পাই তা‌তে আমার সংসার চ‌লে না তারপর মা অ‌নেক অসুস্থ। একটা ভাতার কার্ড করার জন্য আমা‌দের এখানকার স্থানীয় অ‌নেক নেতার কা‌ছে গি‌য়ে‌ছি কিন্তু কোন কাজ হয়‌নি । তারা বি‌ভিন্ন সমস্যার কথা ব‌লে।আমার বাবা মারা গেছে আরো ৪০ বছর আগে হয়নি বিধবা ভাতার কার্ড। আমাদের এখানকার কমিশনারের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছি তারা করবে,করছি বলে আর হয় নি। উপজেলা পরিষদে খোঁজ নিতে গিয়ে জানলাম উপজেলা পরিষদে সকল প্রকার ভাতার কার্ডের তালিকা করেন অত্র এলাকর মেম্বার কমিশনাররা। নুরজাহান বিবির মেয়ে আরো বলেন অনেক বিত্তশালী ব্যক্তিরাই পাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।। কেউ তো পারল না, দে‌খেন আপনারা য‌দি কিছু পা‌রেন?