Sharing is caring!
ইউনিয়ন পরিষদ নির্বাচন আশুগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ ৫ই জানুয়ারি ২০২২ ইং
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ প্রতিনিধি: পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি ২০২২ ইং অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল আশুগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে রিটার্নিং অফিসারের মাধ্যমে স্ব স্ব প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দ নিতে নিজ নিজ এলাকা থেকে প্রার্থীগণ কর্মী-সমর্থক নিয়ে আশুগঞ্জ উপজেলা চত্বরে উপস্থিত হন। উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীদের মধ্যে আশুগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সালাহ উদ্দিন নৌকা প্রতীক, মোঃ শফিকুল ইসলাম মোটরসাইকেল তফসির সিকদার ঘোড়া ও মনির হোসেন আনারস প্রতীক, চরচারতলা ইউনিয়নে আওয়ামী লীগ থেকে আইয়ুব খান নৌকা স্বতন্ত্র প্রার্থী ফাইজুর রহমান মোটরসাইকেল মোহাম্মদ লিটন মোল্লা ঘোড়া ও জাতীয়পার্টির মোঃ রাজু আহমেদ উজ্জ্বল লাঙ্গল, মোহাম্মদ মোছা মিয়া আনারস প্রতীক পেয়েছেন। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী মোঃ জিয়াউল করিম খান সাজু নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাসেল মিয়া আনারস মোঃ এমরান হোসেন ঘোড়া রৌশন আলী মোটরসাইকেল , আড়াইসিধা আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ সেলিম মিয়া নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম মোহাম্মদ মিঠু আনারস, তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী মোঃ সোলায়মান মিয়া নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আবু শামা মিয়া আনারস,শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোঃ সুমন চৌধুরী আনারস ও সাইফুদ্দিন চৌধুরি ঘোড়া, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী মোঃ মোরশেদ মাস্টার নৌকা ও স্বতন্ত্র প্রার্থী এম এ খায়ের আনারস। তারুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোঃ ইদ্রিস হাসান নৌকা স্বতন্ত্র প্রার্থী বাদল সাদির আনারস, ও মোঃ হোমায়ুন কবির ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।