Sharing is caring!
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশুগঞ্জে মেঘনা চিত্র স্মরণিকার মোড়ক উন্মোচন
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ প্রতিনিধি: ১৯শে ডিসেম্বর স্থানীয় ভেনিস বাংলা রেস্টুরেন্টে বাংলাদেশ সাংবাদিক সমিতি আশুগঞ্জ ইউনিটের মেঘনা চিত্র নামে এক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক সেলিম পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব হানিফ মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব অরবিন্দ বিশ্বাস। উক্ত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল হক, আল মামুন, গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, আহসানুল্লাহ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সম্পাদক জনাব আবু আব্দুল্লাহ।