১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

দুবাইফেরত বিমানের সিটের নিচে ৭ কোটি টাকার স্বর্ণ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১
দুবাইফেরত বিমানের সিটের নিচে ৭ কোটি টাকার স্বর্ণ

Sharing is caring!

দুবাইফেরত বিমানের সিটের নিচে ৭ কোটি টাকার স্বর্ণ
স্টাফ রিপোর্টার ঢাকা :-দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।

 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। অভিযানে কাস্টমস গোয়েন্দার সঙ্গে অংশ নেন বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিমও। অভিযানে ২৪ ক্যারেটের ৯ কেজি ৯৭৬ গ্রাম ওজনের ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউস চট্টগ্রামের বিমানবন্দর ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।