Sharing is caring!
আশুগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪০
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ প্রতিনিধি:-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৮ টি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মোট ৪০জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ইউনিয়নগুলো হচ্ছে যথাক্রমে লালপুর ইউপিতে দুইজন, শরীফপুর ইউ পিতে তিনজন,তারুয়া ইউপিতে চারজন, আড়াই সিধা ইউপিতে ছয়জন, তালশহর ইউপিতেে পাচজন, আশুগঞ্জ সদর ইউপিতে সাতজন, দুর্গাপুর ইউপিতে আটজন এবং চরচারতলা ইউপিতে পাঁচ জন।