১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

গাড়িচোর চক্রের দুই সদস্য আটক

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
গাড়িচোর চক্রের দুই সদস্য আটক

Sharing is caring!

গাড়িচোর চক্রের দুই সদস্য আটক
প্রধান প্রতিবেদক:- রাজধানীতের গাড়ি চুরিতে জড়িত চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)-৪-এর সদস্যরা। রাজধানীর তুরাগ এলাকা থেকে রবিবার তাদের আটক করা হয়। তাদের নাম শরিফ ও নাজমুল হোসেন। র‍্যাব সোমবার এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরির পর মালিককে ফোন করে গাড়ির ‘মুক্তিপণ’ দাবি করতো ওই চক্র। প্রত্যাশা অনুযায়ী মুক্তিপণ না পেলে গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হতো। এক সময় গাড়ি উদ্ধার হলেও সেটি আর ব্যবহারের উপযোগী থাকে না। রবিবার ওই চক্রের কাছ থেকে একটি চোরাই পিকআপভ্যান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার এএসপি মাজহারুল ইসলাম জানান, চোরচক্রটি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। রবিবার এক ভুক্তভোগী গাড়ি চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ করেন। তখন র্যাব ছায়া তদন্তে নামে। পরে তুরাগ থানার বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে র‍্যাব।