Sharing is caring!
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পূর্নাঙ্গ কমিটি
স্টাফ রিপোর্টার:– মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত দেশের বৃহত্তম শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়েছে। ২০/০৯/২০২১ খ্রি. অনুষ্ঠেয় স্বাশিপ এর জাতীয় কার্যকরী সংসদের ৪র্থ কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে পূনঃ নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, বিশিষ্টশিক্ষাবীদ প্রফেসর ড. মুনিরুজ্জামান (সাবেক প্রো-ভিসি), অধ্যক্ষ এস.এম একরামুল হক, জনাব মেহেরুন্নেছা, শামসুল হুদা প্রামানিক, অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল, জনাব মোঃ দেলোয়ার হোসেন; যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম; সাংগঠনিক সম্পাদক পদে, অধ্যক্ষ এ.কে.এম মোকছেদুর রহমান, অধ্যক্ষ তেলোওয়াত হোসাইন খান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, জুলফিকার আলী (ঠাকুরগাঁও), মিজানুর রহমান (বরিশাল) সৈয়দ মুহাদ্দিস আহমেদ (সিলেট), আফতাব উদ্দিন (ময়মনসিংহ), মোঃ মাসুম বিল্লাহ (নরসিংদী), মোজাম্মেল হক (চট্টগ্রাম) অর্থ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.কে.এম ওবাইদুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ গোলাম সারোয়ার সরকার, মহিলা সম্পাদক মিসেস আকলিমা জাহান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ মাসুম খান, পাঠাগার সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রতন পিটার গমেজ, সেমিনার সম্পাদক অধ্যক্ষ দিলারা বেগম, সমাজ সেবা সম্পাদক উপাধ্যক্ষ আ.ন.ম সাইফুদ্দিন শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ আকরাম হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. মোঃ আবু বকর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, গবেষণা সম্পাদক অধ্যক্ষ নুরজাহান শারমীন, সাংস্কৃতিক সম্পাদক শাহীনুর আল আমীন, সহ- সাংস্কৃতিক সম্পাদক সংগীতা বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নূর বখত নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সংসদের সদস্যরা হলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামলী নাসরীন চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, জনাব নারায়ণ চন্দ্র দাস, উপাধ্যক্ষ এস.এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ মোশারফ হোসেন মুকুল, অধ্যক্ষ মোঃ মেনহাজ উদ্দিন, মোঃ আলী আশ্রাফ মিয়া, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোশনবিশ, মোঃ কামরুজ্জামান, মোঃ আফসার আলী, মোঃ মামুনুর রশীদ, অধ্যক্ষ আনোয়ারুল কবির, শিরীনা বীথি, ব্রজেন্দ্রনাথ সরকার, জাকির হোসাইন, মোঃ শাহজাহান ভূইয়া, খোন্দকার মাহমুদ আলম, মাঈন উদ্দিন ভূইয়া, আমজাদ হোসেন চৌধুরী, মাজহার রায়হান, অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, কবির হোসেন, একেএম ওবায়দুল্লাহ।
উল্লেখ্য ০২ জন সহ-সভাপতি, ০১ জন সম্পাদক এবং ১৪ জন কার্যনির্বাহী সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে।