ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :- পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন এলাকায় মো. মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।
এদিন ভোরের দিকে ওই ইউনিয়নের খাগাতুয়া গ্রামে একটি বাজারে তাকে কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। নিহত মাসুদ একই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবত স্থানীয় কালু মিয়া ও যাদব মিয়ার সঙ্গে মাসুদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে মাসুদ নিজ ভাগ্নিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দেখানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে খাগাতুয়া বাজারে চা পান করতে যান। এ সময় সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল দুর্বৃত্তরা সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ অবস্থায় আবার তাকে অটোরিকশায় উঠিয়ে নিয়ে গিয়ে খাগাতুয়া পশ্চিমপাড়া কবরস্থানের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে রক্তাক্ত করে এবং হাত ও পায়ের রগ কেটে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। দুপুরের দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদসাপ্তাহিক অভিযোগ পত্রিকা কে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় কয়েকজনকে শনাক্ত করা গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.