১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

গাজীপুরের মেয়রের বিরুদ্ধে মাদারীপুরে মামলা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১
গাজীপুরের মেয়রের বিরুদ্ধে মাদারীপুরে মামলা

Sharing is caring!

গাজীপুরের মেয়রের বিরুদ্ধে মাদারীপুরে মামলা
মাদারীপুর জেলা প্রতিনিধি:- বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুরে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আখতার। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান।

বাবুল আখতার মামলায় অভিযোগ করেন, গত সেপ্টেম্বর মাসে মেয়র জাহাঙ্গীর আলমের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে জাহাঙ্গীর আলমকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এতে দেশে দাঙ্গা হাঙ্গামাসহ বিশৃঙ্গলা সৃষ্টি হতে পারে। তাই বিবাদী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান বাদী বাবুল আখতার।

মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান বলেন, মামলাটি আদালত গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।