শনিবার (২০ নভেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর নেতারাও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।