২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাস চলাচল বন্ধ, চাঁদপুরে নৌপথে মানুষের ভিড়

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১
বাস চলাচল বন্ধ, চাঁদপুরে নৌপথে মানুষের ভিড়

Sharing is caring!

বাস চলাচল বন্ধ, চাঁদপুরে নৌপথে মানুষের ভিড়
চাঁদপুর জেলা প্রতিনিধি:- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সড়কপথে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। এতে যাত্রীদের চাপ বেড়েছে নৌপথে। ফলে চাঁদপুর-ঢাকাসহ আরো কয়েকটি নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যাবার পর শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার যাত্রীরাও এখন ভিড় করছেন লঞ্চগুলোতে।

আজ শনিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। চাঁদপুর-ঢাকা নৌপথে যাতায়তকারী লঞ্চযাত্রীরা জানান, গতকাল শুক্রবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও আজ শনিবার সকাল পর্যন্ত আগের ভাড়াই নিচ্ছে লঞ্চ কর্তৃপক্ষ।

এদিকে লঞ্চের স্টাফরা জানান, এখন পর্যন্ত আগের ভাড়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তবে পরবর্তী সিদ্ধান্ত মালিকপক্ষের ওপর নির্ভর করছে।

চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা, বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম জানান, চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ এমন ১৫টি নৌপথে ছোটবড় মিলিয়ে ৪০টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।