ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কায়দায় পাচারের সময় ১ হাজার ১৫২ পিস ভারতীয় লোশনসহ মো. বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার জিলানী পেট্টোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল ইসলাম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লামা-কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।
শুক্রবার র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোবর ভর্তি একটি পিকআপ আটক করে পিকআপের ভেতর থেকে ১১৫২ পিস ভারতীয় লোশন উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারী বদরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.