১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার

Sharing is caring!

ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া:– ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কায়দায় পাচারের সময় ১ হাজার ১৫২ পিস ভারতীয় লোশনসহ মো. বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার জিলানী পেট্টোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল ইসলাম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লামা-কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।

শুক্রবার র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোবর ভর্তি একটি পিকআপ আটক করে পিকআপের ভেতর থেকে ১১৫২ পিস ভারতীয় লোশন উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারী বদরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।