Sharing is caring!
ভারতীয় লোশনসহ সরাইলে চোরাকারবারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া:– ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিনব কায়দায় পাচারের সময় ১ হাজার ১৫২ পিস ভারতীয় লোশনসহ মো. বদরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার জিলানী পেট্টোল পাম্পের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল ইসলাম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লামা-কুটাপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।
শুক্রবার র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোবর ভর্তি একটি পিকআপ আটক করে পিকআপের ভেতর থেকে ১১৫২ পিস ভারতীয় লোশন উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারী বদরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।