Sharing is caring!
বঙ্গবন্ধু তুমি,
———শেখ তিতুমীর আকাশ।
বঙ্গবন্ধু তুমি বাঙালির অন্তরে,
তুমি আছ প্রতিটি শ্বাস-প্রশ্বাসে!
মিশে আছ বাঙালির সত্তায়,
থাকবে গৌরবে-গর্বে-বিশ্বাসে।।
তুমি বাংলার গৌরব-বাঙালির গর্ব,
তোমার জন্য পেয়েছি আমরা,
এই পৃথিবীতে বাংলা নামক স্বর্গ।।
তোমায় পেয়ে বাংলার মাটি,
বাংলার জল বাংলা পেয়েছে প্রাণ!
তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু,
শত সুরে বাজে আজ জয় বাংলার গান।।
তুমি বাঙালির ইতিহাসের পাতায়
সেই অমর মহাকাব্য!
তুমি নাই তাই বাংলা হারায় সুনন্দর্য।।
তোমার কৃতি তোমার স্মৃতি,
বাংলায় চিরদিনি বহমান!
পিতা তুমি ছিলে তুমি রবে,
শেখ মুজিবুর রহমান।।