১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২১
নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

Sharing is caring!

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।
সিনিয়র রিপোর্টার ঢাকা :- রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ওসি সালাহ উদ্দিন মিয়া জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে বলেন, মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার শেল, লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির দাবি, সংঘর্ষের সময় ৬০ জনের বেশি নেতাকর্মী আহত এবং শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।