১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

২৫ অক্টোবর ঐতিহাসিক বনগ্রাম গণহত্যা দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১
২৫ অক্টোবর ঐতিহাসিক বনগ্রাম গণহত্যা দিবস পালিত

Sharing is caring!

২৫ অক্টোবর ঐতিহাসিক বনগ্রাম গণহত্যা দিবস পালিত

শফিকুল ইসলাম সবুজঃ টাঙ্গাইল (নাগরপুর) প্রতিনিধি: টাঙ্গাইল এর নাগরপুর উপজেলাধীন গয়হাটা ইউনিয়ন এর বনগ্রাম গণকবরে ১৯৭১ সালের ২৫ অক্টোবর শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে গণকবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগ নেতাকর্মী, শিক্ষক – ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ।

জানা যায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বনগ্রামে ব্যাপক ধংসযজ্ঞ চালায়। ৫৭ জন নিরস্ত্র মানুষের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। শুধু তাই নয়, ১২৯ টি বসতবাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সবমিলিয়ে পুরো গ্রামটি একটি ধংসস্তুপে পরিণত হয়।
সেই মুক্তিযোদ্ধাদের স্বরণীয় করে রাখতে ” বনগ্রাম গণকবর ” স্থাপিত হয়।