সালাম নিও ওগো
প্রাণের নবী বিশ্বনবী
———শেখ তিতুমীর।
মাটির দেহে মুহাম্মাদ নবী,
রাসুল রূপে নূরের আবির-
পরম সত্য কোরআনের দাবি।
এক পয়গম্বর দীনের তরি
প্রাণের নবী প্রেমের নবী
তুমি তুমি তুমি সব-
সকাল সাঁঝে হৃদয় মাঝে
তুমি তুমি অনুভব।।
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।
আরবের মরুভুমি,
তোমার ছোঁয়াতে দামি-
সেবার সেরা এ ভূমে…
আরশের ছায়াতলে,
মক্কার উদয়াচলে,
মা আমেনারি কোলে…
তুমি এলে সৌরভ হয়ে,
আলোকময় হলো এ ভুবন।।
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।
মাটির দেহে নূরের রোপণ,
বানাইল আল্লাহ শ্রেষ্ঠ ভুবন,
বালুকাময় মরুতে ললিত কমল-
ফুটলো যে ফুল কুসুম ও কানন।
পরম সত্য কোরআনের দাবি
এক পয়গম্বর দীনের তরি।
মুহাম্মদ, আদম মাটির গাড়ি,
প্রত্যাদেশ দিয়ে পার্থক্য গড়ি।।
সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.