১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সালাম নিও ওগো প্রাণের নবী বিশ্বনবী —কবি শেখ তিতুমীর।

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২১
সালাম নিও ওগো প্রাণের নবী বিশ্বনবী —কবি শেখ তিতুমীর।

Sharing is caring!

সালাম নিও ওগো
প্রাণের নবী বিশ্বনবী
———শেখ তিতুমীর।

মাটির দেহে মুহাম্মাদ নবী,
রাসুল রূপে নূরের আবির-
পরম সত্য কোরআনের দাবি।
এক পয়গম্বর দীনের তরি
প্রাণের নবী প্রেমের নবী
তুমি তুমি তুমি সব-
সকাল সাঁঝে হৃদয় মাঝে
তুমি তুমি অনুভব।।

সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।

আরবের মরুভুমি,
তোমার ছোঁয়াতে দামি-
সেবার সেরা এ ভূমে…
আরশের ছায়াতলে,
মক্কার উদয়াচলে,
মা আমেনারি কোলে…
তুমি এলে সৌরভ হয়ে,
আলোকময় হলো এ ভুবন।।

সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।

মাটির দেহে নূরের রোপণ,
বানাইল আল্লাহ শ্রেষ্ঠ ভুবন,
বালুকাময় মরুতে ললিত কমল-
ফুটলো যে ফুল কুসুম ও কানন।
পরম সত্য কোরআনের দাবি
এক পয়গম্বর দীনের তরি।
মুহাম্মদ, আদম মাটির গাড়ি,
প্রত্যাদেশ দিয়ে পার্থক্য গড়ি।।

সালাম নিও ওগো প্রাণের নবী
সালাম নিও ওগো বিশ্বনবী।।