১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

কিছু কিছু বিষয় কিছু কিছু প্রশ্ন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রশ্ন জাগে —

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২১
কিছু কিছু বিষয় কিছু কিছু প্রশ্ন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রশ্ন জাগে —

Sharing is caring!

কিছু কিছু বিষয় কিছু কিছু প্রশ্ন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রশ্ন জাগে —

প্রতিবেদক শেখ তিতুমীর :-আমার মনে হয় যে?
আপনি যদি লিগ্যাল সংগঠক হন যেমন সাংবাদিক সংগঠক তাহলে কয় টা সংগঠনে জ্বরিত থাকবেন?
আপনি যদি সত্যই কোন লিগ্যাল সংগঠক হন?তাহলে আপনি আপনার সদস্য পদের কাজ করতে গেলে আমি মনে করি সেটাই ব্যার্থ হবেন।

কারণ সোজা মুখে বলা আর কাজে করে দেখানো এক নয়!
আমরা মানুষ মুখে বলতে বলতে পুরো মাতোয়ারা বাট কাজের বেলায় ঠনঠনাঠন —

আপনি যদি সত্যই একজন গণমাধ্যম কর্মীহন তাহলে আপনি আপনার উপজেলায় যে সাংবাদিকতা করতে যাবেন সে দায়ীত পালন করিতে হিমসিম খাবেন।
তাহলে কেমন গণমাধ্যম কর্মী আপনি?

এতো বড় বড় পদপদবী নিছেন, এতো বড় বড় পত্রিকার রিপোর্টার হইছেন ফেজবুক প্রোফাইলে আপনার পদ পদবী দেখলে জনগণ অস্থির,
বাপরে বাপ কত বড় নেতা জানি আপনি কিন্তু কাজের বেলায় নিজের চুলায় আগুন ধরাবার যোগ্যতা টুকু হাড়াতে বসেছেন খেয়াল আছে কি?

যার যোগ্যতা নাই একটি কর্মীর বিপদে পড়েছে নিজ দক্ষতায় তাকে উদ্ধার করার, যার যোগ্যতা নাই একজন বড় প্রশাসনিক কর্মকতার সাথে আন্তরিকতা ঠিক রেখে সাংগঠনিক নেতৃত্ব দেবার সে কিসের সংগঠক জাতির কাছে প্রশ্ন?

যার যোগ্যতা নাই বড় বড় মিডিয়া হাউজে কাজ করে নিজে একটা থানায় কাজ করার একটা নিউজ তৈরি করার তারা কি ধরনের গণমাধ্যম কর্মী?
এদের কে চিন্হিত করতে হবে, এদের থেকে দুরে থাকতে হবে না হয় পেশাদার সাংবাদিক রা মান হাড়াবে ।

সরকারি নীতি মালা অনুযাত্রিক একটা সাংবাদিক সংগঠনের প্রতিষ্টাতার কম করে সাংবাদিকতার কম করে ১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে, সাংবাদিকতার উপরে সনদ থাকতে হবে, কম করে তার শিক্ষাগত যোগ্যার সার্টিফিকেট বি.এ ডিগ্রী পযন্ত হতে হবে, কিন্তু আজ যারা সাংবাদিক সংগঠনের দোকান বসিয়েছেন তারা কত টুকু যোগ্য, কোন সংগঠন টার এ এন এস আই রিপোর্ট ভালো আছে ।
কোন সংগঠন টির ঢাকায় একটি প্রধান কার্যালয় আছে , কোন সংগঠন টা অসহায় মানুষের পাশে দাড়ালো ,কোন সংগঠন টা সাংবাদিক দের বিপদে আপদে পাশে দাড়িয়েছে, কারা একটা দুরদস্থ সাংবাদিকের উপকার করেছে , বাস্তবে মাঠে নামুন কিছু পাবেন না তারা কেমন সংগঠক জাতির কাছে প্রশ্ন?

আমি আমার মতে সকল সংবাদ মাধ্যম ভাই বোন দের বলব এখনো সময় আছে এসব থেকে বেড় হয়ে আসুন। সঠিক নেতৃত্ব দিতে সঠিক নিয়মে সাংবাদিকতার পেশা কে জাগিয়ে তোলন।

বড় বড় পদ পদবী নয়, বড় বড় সাংবাদিক এর পদ পদবী নয় নিজের যোগ্যতা প্রকাশ করতে হবে, এক টি সংগঠনের পদের দায়ীতে থেকে এক বা একাধিক দোকান খুলে বসে নিজের কৃতিত্ব কে জাগিয়ে তোরা বোকামী এসব জাতি কোন দিন মেনে নিবে না দেখবেন।
নিজ যোগ্যতায় জাতির জন্য কিছু করতে হবে, সাংবাদিকতা কে এগিয়ে নিতে হবে তাহলেই আপনি একজন গণমাধ্যম কর্মী।

এই যুগে কথার চাপাবাজদের কে মানুষ চিনে মূল সংগঠক হতে গেলে নিজের পায়ের নিচে শক্ত মাটি দরকার না হয় একদিন বয়স বাড়বে স্ত্রী সন্তান পুত্র কন্যা বড় হবে, তখন নিজেকে বুড়ো বয়সে ভিক্ষা করতে হবে।

ব্যবসা, কর্ম, চাকরি এর উপরে কোন মুক্তি নাই —
আপনার যদি এদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকেন তাহলে লিগ্যাল কিছু করতে শিখেন।

দেশ ও জাতির উপকার করতে চাইলে সংগঠনের একতার কোন বিকল্প নাই, কিন্তু সেই সংগঠন আর একতা যদি অ-শুভতা হয় তাহলে, নিজে তো বিপাগে পড়বেন সাথে সাথে জাতি কে বিপাগে ফেলবেন।

সাংবাদিকতা মহত পেশা- আর এই পেশাকে কিছু বাটপার মিডিয়া হাউজ, কিছু বাটপার সংগঠক জামাত শিবিরের এজেন্ট হয়ে উন্নয়নের সরকারের উন্নয়নের বাধাঁ গ্রস্থ করতে চায়।
তারা সাংবাদিকতার পেশা কে পুজি করে চাঁদা বাজি থেকে শুরু করে কার্ড বিক্রয়ের একটি সিন্ডিগেট তৈরি করেছেন ।
আমাদের অচিরেই এদের জন্য মূল সংগঠক দের মাঠে নেমে এসব ভূয়া সংগঠক দের প্রতিহত করতে হবে।