১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

আবারও পণ্য বিক্রি শুরু করেছে টি‌সি‌বি

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১
আবারও পণ্য বিক্রি শুরু করেছে টি‌সি‌বি

Sharing is caring!

আবারও পণ্য বিক্রি শুরু করেছে টি‌সি‌বি
অনলাইন ডেস্ক:-নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে পুনরায় সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সকালে সংস্থাটির ট্রাকে শুরু হয়েছে এ পণ্য বিক্রি। চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

টি‌সি‌বি সূত্র জানায়, ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। সংস্থাটির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি, পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি এবং সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।

সারা দেশে ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে বলে সূত্র জানায়।