যেখানে সিমান্ত তোমার,
সেখানেই বসন্ত আমার
----------- শেখ তিতুমীর
যেখানে সিমান্ত তোমার,
সেখানেই বসন্ত আমার-
আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।।
সেদিন বেলাশেষে তুমি
একটি রক্তজবার কথা বলেছিলে;
নোনাজলে ফুটবে কি সেই জবাফুল ?
ভাসাবে কি তরী রক্ত-প্লাবনে?
দিনের আলোতে সে মুখ লুকায়
কোনদিন তাকে আর পাব না ফিরে-
কতরাত জেগে জেগে গড়ে তুলি,
অপরূপ কবিতার দেহলতা।।
হাজার ভুলে ছেয়েছে যে পথ,
আমি চিনি গো চিনি সে ঠিকানা-
নতুন আলোর জোয়ার এনে,
আমি চাই তারে দিতে আসা।।
আমারী হয়তো ছিল সব ভুল,
রূপ বৈচিত্র নিয়ে প্রকৃতি আমার কাছে-
চিরকাল বন্দী হয়ে যাই আমি,
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে।।
এই হেমন্তে কাশফুলে ছেয়ে গেছে ,
তা তোমারী জন্যে-তোমায় আর আকৃষ্ট
হারিয়ে যাই বড় চেনা বড় জানা
এই লোকারণ্যের ভীরে ।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.