যেসব বিদেশি চ্যানেল সম্প্রচারে বাধা নেই
নাসরিন আক্তার রুপা ঢাকাঃ বাংলাদেশে ক্লিনফিড (বিজ্ঞপানমুক্ত) দেওয়া বিদেশি ২৪টি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (০৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সম্মেলন কক্ষে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় তথ্যসচিব মো. মকবুল হোসেন, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সহ-সভাপতি মোজাম্মেল বাবু, সদস্য ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা শুধু ক্লিনফিড যে সমস্ত চ্যানেল দিচ্ছে না তাদের বিষয়ে কথা বলেছি। বাংলাদেশে ক্লিনফিড দেয় এমন চ্যানেলের সংখ্যা গতকাল ১৭টি বলেছিলাম, সেখানে হবে ২৪টি চ্যানেল। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএস চালাচ্ছে, সুতরাং অন্যদের ক্ষেত্রেও কোনো বাধা নেই। যদি আপনাদের কোনো চিঠির প্রয়োজন হয়, সেটা দিয়ে দেবো। ক্যাবল অপারেটরদেরও চিঠি দেবো। যদি এরপরও কেউ এটি না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। তাই শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।
যেসব বিদেশি চ্যানেল সম্প্রচারে বাধা নেই:
বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফোরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.