২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকার নিয়ে ঘুরছিল ছিনতাইকারীরা

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২১

Sharing is caring!

ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকার নিয়ে ঘুরছিল ছিনতাইকারীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকার নিয়ে ছিনতাই করতে বের হওয়া দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে তারা ছিনতাইয়ে নামেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার রাধানগরের মো. আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) এবং অপর আসামি আল-আমিন (২৩)। ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘাগুটিয়া এলাকার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি খড়মপুরের মাজার জিয়ারত শেষে শুক্রবার ভোরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। মনিয়ন্দ এলাকায় তার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। ভুক্তভোগী ব্যক্তি তাৎক্ষণিক টহল পুলিশের এএসআই শাহজাহান শেখকে অবহিত করেন। বিষয়টি অবহিত হয়ে এসআই ময়নাল হোসেন খান ও এএসআই জাহাঙ্গীর খান অভিযান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পৌর এলাকার নারায়ণপুর থেকে ছিনতাইকারীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহার করা প্রাইভেটকার জব্দ করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান  ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।