Sharing is caring!
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ একটি নিরাপদ, নৈতিক ও টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডদের পছন্দের তালিকায় থাকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে র্যালফ লরেন করপোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ সাপ্লাই চেইন অ্যান্ড সাসটেইনিবিলিটি অফিসার, হ্যালিডে আলাগোজের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির পাশাপাশি শিল্পটি পণ্যবৈচিত্র্য, বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে।
বিশেষভাবে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও পণ্যের বৈচিত্র্যকরণ, বিশেষ করে নন-কটন পণ্যের ক্ষেত্রে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিএমইএ সভাপতি র্যালফ লরেনকে অনুরোধ করে বলেন, তারা যেন তাদের বাংলাদেশি সরবরাহকারীদের উচ্চচাহিদাসম্পন্ন পোশাক তৈরিতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সহায়তা প্রদান করেন।
র্যালফ লরেন বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ব্র্যান্ড।