আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তারা স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) বলে গণ্য হবেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ‘গত ১৬ আগস্ট একটি প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব জিনাত আরা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আশফাকুল ইসলাম বাবুলকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক হিসাবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। তারা এখন পর্যন্ত বদলি করা কর্মস্থলে যোগ দেননি।
তারা আগামী ৫ অক্টোবরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৫ অক্টোবর অপরাহ্ণে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।’
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.