২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ৩৩ বস্তা ভিজিডির চালসহ যুবক আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
হবিগঞ্জে ৩৩ বস্তা ভিজিডির চালসহ যুবক আটক

Sharing is caring!

হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমান (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটক আব্দুর রহমান আব্দুর রহমান সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়া পূর্বপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। এসময় ভিজিডির চাল পাচার হচ্ছে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ৩৩ বস্তা চালসহ আব্দুর রহমানকে আটক করা হয়।