১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

নড়াইল শহরের ভেতর দিয়ে ফোর লেন, পক্ষে বিপক্ষে মানববন্ধন 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১
নড়াইল শহরের ভেতর দিয়ে ফোর লেন, পক্ষে বিপক্ষে মানববন্ধন 

Sharing is caring!

নড়াইল শহরের ভেতর দিয়ে ফোর লেন, পক্ষে বিপক্ষে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইল শহরের ভেতর দিয়ে একমাত্র সড়কটিকে চার লেন করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য উভয়পক্ষের লোকজন নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকায় জমা হতে থাকেন। সকালে উভয়পক্ষ নড়াইল রূপগঞ্জ ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয়।

বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়লে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রূপগঞ্জ বাজারের উভয় পাশে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।