মহেশখালী ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ১ এবং আহত ৪
স্টাফ রিপোর্টার মহেশখালী:-কুতুবজুম ইউনিয়নে পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ডের ৫ নং কেন্দ্রে গুলাগুলি হয়। আবুল কালাম নামে একজন নিহত এবং আহত ৪ জন। প্রতিপক্ষের গুলিতে চশমা প্রতীকের সমর্থক নিহত হয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বারেক ছুরিকাঘাতে আহত। জালাল আহমেদের ছেলে ফরিদ আহমদ জালালী এবং তার ভাই আমজাদ হোছাইন ছুরিকাঘাতে আহত। এছাড়া একজন মহিলা জালাল আহমেদের নাতবউ সেলিমের স্ত্রীও আহত হন বলে জানান। ৫০-৬০জন বহিরাগত এই ঘটনার জন্ম দেন বলে জানা যায়।
পুলিশের সামনে গুলাগুলিতে আহত হন বলে জানান এই তিনজন। এই বিষয়ে ওসি মহেশখালীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, একজন ব্যক্তি নিহতের খবর নিশ্চিত হয়েছেন তবে আহতের প্রকৃত সংখ্যা জানেন না বলে জানান। প্রশাসন দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তির আওতায় আনবে বলে জানান তিনি।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে বলে জানা গেছে। আহতদের তিনজন কক্সবাজার সদর হাসপাতালে এবং ১জন মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.