১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড আবেদন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২১
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড আবেদন

Sharing is caring!

ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ১০ দিনের রিমান্ড আবেদন

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ প্রতারণা ও অর্থ-আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আদালতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়।

সিএমএম আদালতে হাজতখানার ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, তারা দুজনই এখন হাজতখানায় আছেন। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বেলা ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি হবে।

গুলশান থাানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন মঠো ফোনে সাপ্তাহিক অভিযোগ পএিকা কে এ তথ্য জানান।